ঢাকা: সৌদির অন্য দশটা নারীর মতো তাকেও গাড়ি চালাতে বাধা দেয়া হয়েছে। অন্যান্যদের মতো তাকেও মেনে নিতে হয়েছে কঠোর পর্দা প্রথা। কিন্তু খুব শীঘ্রই সেই নারীই হাজারো সৌদিবাসীর জন্যে নিউজ এজেন্ডা তৈরি করতে যাচ্ছেন। সকালে খবরের কাগজ হাতে নিয়ে প্রথমে কোন সংবাদটি পাঠক দেখবেন তাও নির্ধারিত করবেন তিনি। এমনই এক নারী সৌদির সুমাইয়া জাবারতি।
সৌদি ভিত্তিক ইংরেজি ভাষায় প্রকাশিত দৈনিক ‘সৌদি গেজেট’-য়ের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন জাবারতি। পুরুষতান্ত্রিক রক্ষণশীল সৌদির সমাজ ব্যবস্থায় প্রথমবারের মতো কোনো নারী প্রধান সম্পাদকের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে পত্রিকাটির সম্পাদকের দায়িত্বে রয়েছেন খালেদ আল-মেনা। রবিবার পত্রিকাটির ওয়েবসাইট জাবারতির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে সংবাদ প্রকাশ করে।
আল মেনা বলেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙ্গে নারী তার মেধার পরিচয় দেবে। এটি লিঙ্গের প্রশ্ন নয়, বরং এটি মেধা ও সুযোগ কাজে লাগানোর বিষয়।’
যে সমাজ ব্যবস্থায় নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয় না, সেই সমাজ ব্যবস্থায় প্রধান সম্পাদকের ভূমিকায় একজন নারীকে সমাজ কিভাবে গ্রহণ করবে এখন সেটিই দেখার অপেক্ষা।
সৌদির এক সাংবাদিক ইসাম আল গালিব বলেন, ‘এটি সৌদির জন্যে নতুন পদক্ষেপ। তিনি অবশ্যই এই পদের যোগ্য, এখন সমাজ কিভাবে তাকে নেয় এটিই দেখার বিষয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুরুষ নিয়ন্ত্রিত সাংবাদিক সমাজে তিনি কিভাবে এই চর্চা চালিয়ে যেতে পারেন।’
জাবারতি বলেন, ‘আমাদের সমাজে সাংবাদিকতা এখনো পুরুষ নিয়ন্ত্রিত জায়গা। এখনো কাজের অনেক চ্যালেঞ্জ আছে। তবে চ্যালেঞ্জ ভেঙ্গে এগিয়ে যাওয়াই আসল শক্তির পরিচয়।’
২০০৩ সালে জাবারতির সাংবাদিকতার পথচলা শুরু। প্রথমে প্রতিবেদক এবং অনুবাদক হিসেবে যোগদান করেন জাবারতি। ২০১১ সাল থেকে আল মেনার অধীনে সৌদি গেজেট পত্রিকায় কাজ শুরু করেন।
সেপ্টেম্বরের হিসেব মতে, দৈনিক সৌদি গেজেটের বিক্রি ৪৭ হাজার কপি।
(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/জেএস)