logo ১১ মে ২০২৫
শিগগিরই অসচ্ছল সাংবাদিকদের মাঝে অনুদান দেয়া হবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জুন, ২০১৪ ২০:২৮:৫৬
image

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শিগগিরই অসচ্ছল ও আহত সাংবাদিকদের মাঝে ৮৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হবে।’


বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।


ইনু বলেন, ‘সাংবাদিকদের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে সরকার ‘সাংবাদিক সহায়তা ভাতা/ অনুদান নীতিমালা, ২০১২’ প্রণয়ন করেছে। এ নীতিমালার আওতায় সাংবাদিকদের আর্থিক সহায়তা/অনুদান প্রদান করা হয়ে থাকে।’


তথ্যমন্ত্রী বলেন, ‘এ নীতিমালার আওতায় ২০১১-১২ অর্থবছরে ৬১ জন সাংবাদিক/নিহত পরিবারকে ৫০ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১৮৫ জন সাংবাদিক/নিহত পরিবারকে এক কোটি টাকা এবং ২০১৩-১৪ অর্থবছরে এ পর্যন্ত ২৩ জন অসচ্ছল/আহত সাংবাদিককে ২৬ লাখ ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। চলতি অর্থবছরে অবশিষ্ট ৮৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক শিগগিরই বিতরণ করা হবে।’


হাসানুল হক ইনু বলেন, ‘সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪’ জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। আইনটি পাস হলে ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে আরো অনেক পদক্ষেপ নেয়া সম্ভব হবে।


(ঢাকাটাইমস/১২ জুন/এজে)