মারা গেলেন সাংবাদিক কিশোরকুমার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুন, ২০১৪ ১৯:৫৪:০১

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার কিশোর কুমার পরলোকগমন করেছেন। তিনি রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। কিশোর কুমার মা, স্ত্রী, ২ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার রাতে ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ভাওয়ালবাড়ীর শশ্মানে তাকে দাহ করা হবে।
এদিকে, কিশোর কুমারের মৃত্যু সংবাদ শুনে ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ রাতে হাসপাতালে ছুটে যান। সোমবার তার মরদেহ ডিআরইউ প্রাঙ্গণে আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
তার দীর্ঘ দিনের সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় কিশোর কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মৃতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা করেন ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ, ভোরের কাগজের নগর সম্পাদক ইখতিয়ার উদ্দিন, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ ও স্বপ্নকুঁড়ির সভাপতি হাসান মাহমুদ। এ সময় ডিআরইউর নেতাদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, বর্তমান সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন, আপ্যায়ণ সম্পাদক মোস্তফা কাজল, কল্যাণ সম্পাদক জামিউল আহসান সিপু, কার্যনির্বাহী সদস্য মো. মঈন উদ্দীন খান, তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সব কর্মকর্তা ও সদস্য এক বিবৃতিতে কিশোর কুমারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন।
(ঢাকাটাইমস/২জুন/এসএসএ)