logo ১১ মে ২০২৫
প্রথম আলোর অফিস পুড়িয়ে দেয়ার হুমকি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মে, ২০১৪ ২০:১৫:৫৬
image

ঢাকা: দৈনিক প্রথম আলো পত্রিকা অফিস পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে তারা এ হুমকি দিয়েছে।


একই সঙ্গে দৈনিক প্রথম আলোর সম্পাদককে আগামী দুই দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। প্রয়োজনে প্রথম আলোর প্রচার সংখ্যা শূন্যতে নামিয়ে আনা হবে বলেও হুমকি দেন তারা।


মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসির) সামনে এক সমাবেশে তারা এসব কথা বলেন। সমাবেশে বক্তারা বলেন, প্রথম আলো দিন বদলের নামে বাংলাদেশের ইতিহাস বদল করার নামে লিপ্ত। পত্রিকাটি সব সময় দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করে। এর আগেও তারা এ রকম সংবাদ প্রচার করে জাতির কাছে ক্ষমা চেয়েছে। তারা বলেন, এবারো প্রথম আলোর সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 


এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অনুমোদিত সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস), ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক্স সোসাইটি (ডিইউপিএস), ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি, জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন, ঢাকা ইউনিভার্সিটি সাইক্লিং সোসাইটি, স্লোগান ৭১, প্রভাতফেরিসহ টিএসসি ভিত্তিক সব সাস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।


সমাবেশে শিক্ষার্থীরা ‘প্রথম আলো দিন বদলের কথা বলে ইতিহাস বদল করে’, ‘বদলে যাও বদলে দাও বলে ইতিহাস বদল কেন’, ‘ইতিহাস বিকৃতির দায়ে মতিউরকে গ্রেফতার কর’সহ বিভিন্ন স্লোগান  সংবলিত প্লেকার্ড বহন করে।


উল্লেখ্য, গত শনিবার ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী নিয়ে প্রথম আলো পত্রিকা একটি খবর প্রকাশ করে। ওই খবরের এক স্থানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তান’ যুদ্ধ হিসেবে আখ্যায়িত করা হয়।


(ঢাকাটাইমস/২০মে/ এএসএ)