logo ১১ মে ২০২৫
নিউইয়র্ক টাইমসের সম্পাদক বহিস্কার
ঢাকাটাইমস ডেস্ক
১৫ মে, ২০১৪ ১৩:২৩:১৭
image

ঢাকা: যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমসের সম্পাদককে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার পত্রিকাটিতে দায়িত্ব পালন করা প্রথম নারী সম্পাদক জিল আব্রামসনকে চাকরিচ্যুত করার ঘোষণা দেন প্রকাশক আর্থার সালজবার্গার।


পত্রিকাটির নতুন সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন ডিন ব্যাকুয়েট। তিনি দ্য নিউইয়র্ক টাইমসের প্রথম কৃষ্ণাঙ্গ সম্পাদক।


জানা গেছে, টাইমসের সদর দপ্তরে গতকাল পত্রিকাটির প্রকাশক আর্থার সালজবার্গার কর্মীদের নিয়ে একটি সভা করেন। সভায় তিনি হঠাত্ করেই জিল আব্রামসনের চাকরিচ্যুতির ঘোষণা দেন। বিস্তারিত কোনো কারণ উল্লেখ না করে তিনি বলেন, জিল আব্রামসনের প্রস্থান স্বেচ্ছায় ঘটেনি।


নিউইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেওয়ার আগে ডিন ব্যাকুয়েট একই পত্রিকার ওয়াশিংটন ব্যুরো প্রধান হিসেবে কাজ করেন।


জিল আব্রামসনের চাকরিচ্যুতিতে বিস্মিত হয়েছেন নিউইয়র্ক টাইমসের কর্মী ও সংবাদপত্রসেবীরা।


(ঢাকাটাইমস/১৫মে/এসআরবি/জেএস)