logo ১১ মে ২০২৫
সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় জবি শিক্ষকের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
০৬ মে, ২০১৪ ১৯:৩১:১৩
image


ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে সাংবাদিকরা লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মো. আবু সালেহ সেকেন্দার। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ নিন্দা জানান।

আবু সালেহ সেকেন্দার বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পন। তাদের লাঞ্ছিত হওয়ার ঘটনা দুঃখজনক ও অনভিপ্রেত।’ তিনি বলেন, ‘যারা হামলা-লাঞ্ছনার মধ্য দিয়ে সাংবাদিকদের হেয় করতে চায় তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং গণতন্ত্রের শত্রু।’

ওই ঘটনার যথাযথ বিচার ও শাস্তি দাবি করে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক বলেন, ‘ইতিপূর্বে ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তরা সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন চালিয়েছে। কিন্তু ওইসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় আবারও একই ধরণের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরণের কর্মকা- যেন আর না হয় সেজন্য এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।’

(ঢাকাটাইমস/ ৬ মে/ এইচএফ/ ১৯.২৭ঘ.)