সাংবাদিকের আত্মহত্যা
পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
০৩ মে, ২০১৪ ১১:৪০:৩৫
পটুয়াখালী: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের বরিশাল ব্যুরো প্রধান জিএম বাবর আলী (৫৫) আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাতে পটুয়াখালীতে তার দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শহরের সবুজবাগ মেইন রোড সংলগ্ন এলাকার ইফতি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসায় তিনি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
বাবর আলী দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল বিভাগের ব্যুরো প্রধান ছিলেন।
সদর থানার এসআই মো. সামশুল আলম জানান, বরিশাল থেকে বাবর আলী শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় স্ত্রীর পটুয়াখালী শহরের ভাড়া বাসায় আসেন।
স্ত্রীর বরাত দিয়ে তিনি জানান, মোবাইলে কথোপকথন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এরপর স্ত্রী অন্য রুমে গেলে বাবর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
(ঢাকাটাইমস/ ৩ মে/ জেডএ.)