ঢাকা: জাতীয় প্রেসক্লাবে বইমেলা জমে উঠেছে। বৃহস্পতিবার চতুর্থ দিনে পাঠক, লেখক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।
জাতীয় প্রেসক্লাবের হীরক জয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘প্রেসক্লাব বই মেলার’ আয়োজন করা হয়। বরেণ্য সাংবাদিক ফয়েজ আহমেদের স্মৃতির উদ্দেশ্যে এই বইমেলা উৎসর্গ করা হয়েছে।
বইমেলা মঞ্চের নামকরণ করা হয়েছে সম্প্রতি প্রয়াত সাংবাদিক এবিএম মূসা স্মরণে। শোক বইয়ে এবিএম মূসা সম্পর্কে অনুভূতি লিখেছেন বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক অধিকার রক্ষা কমিটির আহবায়ক কবি ফরহাদ মজহার, বিএফইউজে’র একাংশের সভাপতি শওকত মাহমুদ, নিউএজ সম্পাদক নূরুল কবীর, বিএফইউজে’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. আব্দুল্লাহ, ডিইউজে’র একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, বিশিষ্ট রম্যলেখক ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব, সাংবাদিক সঞ্জীব চৌধুরী প্রমুখ।
এ বি এম মূসা মঞ্চে গতকালের পরিবেশনা ছিল প্রেসক্লাব সঙ্গীত, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান। কবি শামীমা চৌধুরী ও কবি রফিক হাসানের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি জাহাঙ্গীর ফিরোজ, আব্দুল হাই শিকদার, সৈয়দ লুৎফুল হক, শাহিন রিজভি, পুলক হাসান, চপল বাশার, আলী মামুদ, কৌমুদী নার্গিস প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নূরুল কবীর, এম আবদুল্লাহ, কামরুল ইসলাম চৌধুরী, দিলু খান কার, হাসান হাফিজ, দেলোয়ার হাসান প্রমুখ।
প্রেসক্লাব বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে। চলবে ১৯ এপ্রিল শনিবার পর্যন্ত। মেলায় ৪৪টি প্রকাশনীর স্টলে তাদের প্রকাশিত বিভিন্ন বই বিক্রি হচ্ছে।
(ঢাকাটাইমস/ ১৭ এপ্রিল /বাসস/ এআর)