logo ১৪ মে ২০২৫
৯ নারী সাংবাদিককে সম্মাননা দিল চট্টগ্রাম প্রেসক্লাব
ইব্রাহিম খলিল, ঢাকাটাইমস
১৪ এপ্রিল, ২০১৪ ২২:৪০:১৫
image


চট্টগ্রাম: নববর্ষের প্রথম দিনে চট্টগ্রামের ৯ কৃতী নারী সাংবাদিককে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব। ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানে এসব নারী সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন প্রেসক্লাবের কর্মকর্তারা।

সংবর্ধিত নারী সাংবাদিকরা হলেন, ডেইজি মওদুদ, শামীম আরা লুসি, ইয়াসমিন ইউসুফ, অপর্ণা খাস্তগীর, সুচন্দা নন্দী, রাখি তালুকদার, সানজিদা মালেক, সুমিমা ইয়াসমিন এবং হাজেরা শিউলি। সংবর্ধিত নারী সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন ডেইজি মওদুদ।

তিনি বলেন, আমরা নারীরা বিভিন্ন সংবাদপত্রে কাজ করি। মাঠে কাজ করতে গিয়ে আমাদের মধ্যে সাক্ষাৎ হয়। তবে একমঞ্চে দাঁড়িয়ে কখনও কথা বলার সুযোগ হয় না। চট্টগ্রাম প্রেসক্লাব আমাদের সেই সুযোগ করে দিয়েছে। প্রেসক্লাব আমাদের যে সম্মাননা দিল, তাতে একজন নারী সাংবাদিক হিসেবে আমি গর্ববোধ করছি।

প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ স¤পাদক মহসিন কাজী। এর আগে বেলুন উড়িয়ে বর্ষবরণের অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

জেলা প্রশাসক বলেন, পহেলা বৈশাখ বাঙালীর আবহমান প্রাণের সংস্কৃতি। এ সংস্কৃতির ধারা নস্যাৎ করার জন্য একটি মৌলবাদি গোষ্ঠী বিভিন্ন সময় নানা অপতৎপরতা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে তারা আবারও সক্রিয় হয়ে উঠার চেষ্টা করছে। অন্ধকারের অপশক্তি এসব মৌলবাদি চক্রের বিরুদ্ধে বাঙালী জাতিকে সংস্কৃতির মধ্য দিয়ে লড়াই চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি এজাজ ইউসুফী, বিদায়ী সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মহসিন চৌধুরী এবং অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের কনসালট্যান্ট (মিডিয়া এন্ড হিউম্যান রিসোর্স) মহিউদ্দিন বাবর এবং চট্টগ্রাম রিজিওনাল ম্যানেজার রেজওয়ান সাজিদ সেজান। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রসহ আরও বিভিন্ন আয়োজনে নববর্ষ উদযাপন করে চট্টগ্রাম প্রেসক্লাব।