আজকের পত্রিকার লোগো উন্মোচন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ এপ্রিল, ২০১৪ ১৬:৫১:৩৬
![image]()
ঢাকা: শুরু হলো নতুন আরেকটি দৈনিকের পথ চলা। নাম আজকের পত্রিকা। আজকের পত্রিকার লোগো উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রবিবার রাজধানীর হোটেল লেকশোরে ‘আজকের পত্রিকা’ র লোগো উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথির বক্তৃতা করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন আজকের পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সফিকুল ইসলাম। লোক ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির ছোঁয়া মিশ্রিত এক ভিন্নধর্মী অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, মিথ্যাচার ও গুজবের ছাপ থেকে গণমাধ্যমকে বেরিয়ে আসতে হবে। তাহলেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হবে।
লোগো উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দীন, অডিটর জেনারেল অব বাংলাদেশ মাসুদ আহমেদ, প্রবীণ সাংবাদিক সাদেক খান, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, সাবেক রাষ্ট্রদূত ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, পরিসংখ্যান বিভাগের সচিব মুজিবুর রহমান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এমএ সবুর খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর প্রতীক, মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামান চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এমজি রব্বানী, কর্নেল (অব.) হাদিউজ্জামান ভুইয়া, এলজিইডি’র সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল হাসান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী লোকমান হাকিম, মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া চৌধুরী, নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ-এর সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, জাতিসংঘের সহযোগী সংস্থা লাইফ-এর নির্বাহী পরিচালক কামরুল ইসলাম সনি, আজকের পত্রিকার চিফ রিপোর্টার ইলিয়াস খান প্রমুখ।