logo ১৪ মে ২০২৫
সাংবাদিক অঞ্জন রায়কে হয়রানির নিন্দায় বিএফইউজে ও ডিইউজে

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০৭ এপ্রিল, ২০১৪ ১৮:১৪:৩৩
image


ঢাকা: বেসরকারি টেলিভিশন জিটিভির বার্তা বিভাগের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এডিটর এবং টকশো সংবাদ সংলাপের উপস্থাপক অঞ্জন রায়কে মিথ্যা মামলা দিয়ে হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-(বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ।

আজ এক বিতৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা  উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি চক্র সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে সঙ্গোপনে অঞ্জন রায়কে আসামি করে  ২০০৯ সালে পাবনার ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৪ সালের ৭ জানুয়ারি বানোয়াট সাক্ষী দিয়ে সেই মামলায় অঞ্জন রায়ের বিরূদ্ধে দুই বছরের কারাদন্ডের রায় হয়।  মামলা চলাকালে মামলার প্রতিটি নোটিশ, সমন, ওয়ারেন্ট গোপন রাখা হয় - যাতে অঞ্জন রায় এই বিষয়ে কিছু জানতে না পারেন। অঞ্জন টেলিভিশন টক শোর নিয়মিত উপস্থাপক হলেও বিস্ময়করভাবে  আদালতে তাকে পলাতক হিসাবে দেখানো হয়। জানা গেছে,  শুধু অঞ্জন রায়কে  হয়রানি আর বিষয়সম্পত্তি দখলের উদ্দেশ্যেই মামলাটি করেন পাবনার একজন ব্যাবসায়ী । পরবর্তীতে রায় ঘোষণার পরে মামলার বিষয়টি অঞ্জন রায়কে জানিয়ে তারা তার কাছে বিপুল টাকা দাবি করেন এবং না হলে গ্রেপ্তার করানোর হূমকি দেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অঞ্জন রায়  পাবনার ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমার্পণ করেন, এবং তিনদিন কারাবাসের পরে জজ আদালত থেকে জামিনে মুক্ত হন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অঞ্জন রায় বাংলাদেশের মিডিয়াতে অতি পরিচিত মুখ, তাকে কোথায় প্ওায়া যাচ্ছে না- তিনি পলাতক এই মর্মে তার বিরুদ্ধে মামলা এবং সাজা প্রদানে আদালতকে মিথ্যা তথ্য প্রদানের মধ্যে দিয়েই এই মামলার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। আমরা দ্রুত এই বিষয়ে তদন্ত কমিটি গঠন এবং এই ষড়যন্ত্রের সাথে যে সকল ব্যাক্তি ও সরকারী কর্মকর্তারা জড়িত তাদের আইনের আওতায় এনে গ্রেপ্তার বিচার ও বরখাস্তের জন্য আইন, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। একজন পেশাদার সাংবাদিকের বিরূদ্ধে এ ধরনের হয়রানির  বিষয়ে সাংবাদিক সমাজ নীরবে থাকবে না।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/বিজ্ঞপ্তি/এআর)