logo ১৪ মে ২০২৫
সাগর-রুনি হত্যায় সরকার যুক্ত থাকতে পারে: বুলবুল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ এপ্রিল, ২০১৪ ১৯:৪৭:২০
image


ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, দেশে বড় বড় হত্যার বিচার হচ্ছে। কিন্তু সাগর-রুনি হত্যার বিচার কেন হচ্ছে না? রহস্য কী, তা নিয়ে নানা প্রশ্ন আছে। সরকার যদি খুনীদের সহযোগী না হয়, তাহলে রহস্যের দ্বার উন্মোচনে বাধা কোথায়?

বুধবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে সাংবাদিকদের অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ডিআরইউ আয়োজিত এ কর্মসূচিতে জাতীয় পর্যায়ের সব সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন।

মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, কেন জানি মনে হয় এ হত্যায় জড়িতদের সাথে সরকারের প্রভাবশালী মহল সম্পর্কিত।

(ঢাকাটাইমস/২এপ্রিল/এএ/এএসএ)