ঢাকা: এসএ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি গাজী সালাহউদ্দিন মাহমুদের ওপর পুলিশি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সংগঠনের নেতারা।
বুধবার এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ডিআরইউ নেতারা।
উল্লেখ্য, বুধবার সকাল আটটায় কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলের সামনে দিয়ে হাতিরঝিলের দিকে যাওয়ার পথে পুলিশি হামলার শিকার হন গাজী সালাহউদ্দিন। কোনো কারণ ছাড়াই পুলিশ তার ওপর হামলে পড়ে। সাংবাদি পরিচয় দেয়ার পরেও রাইফেলের বাট দিয়ে তাকে আঘাত করে। পরে তাকে পুলিশ ভ্যানে করে রমনা থানায় নিয়ে যাওয়া হয়।
(ঢাকাটাইমস/ ২৬ মার্চ/ এএ/ জেডএ.)