আসছে রেডিও ক্যানভাস
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ মার্চ, ২০১৪ ১২:০৬:০৬
ঢাকা: বাংলার রঙে, বিশ্ব রঙিন- এ স্লোগান ধারণ করে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন অনলাইন ভিত্তিক রেডিও ক্যানভাস – www.radiocanvas.net.
২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে রেডিওটি তাদের কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।
রেডিওর প্রোগ্রাম কো-অর্ডিনেটর আরজে শুভ বলেন, ‘রেডিও ক্যানভাস শুধু একটি অনলাইন রেডিও হিসেবে নয়, বরং দেশের প্রতিভাবান তরুণদের জন্য একটি চমৎকার প্লাটফর্ম হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরতে যাচ্ছে। সুতরাং, রেডিও ক্যানভাস তরুণ প্রজন্মের জন্য নতুন দুয়ার উন্মোচন করতে যাচ্ছে।
রেডিও ক্যানভাসের সঙ্গে আছেন- সুজিত দাস (চেয়ারম্যান), কামরুল হাসান (ব্যবস্থাপনা পরিচালক), আরজে তৃষ্ণা (প্রধান আরজে), আরজে ঈহিত (হেড অব মার্কেটিং), আহমেদ মাসুম (সাউন্ড ইঞ্জিনিয়ার)। রেডিও ক্যানভাসের উপদেষ্টা বাংলাদেশ বেতারের সাবেক উপস্থাপক নিলুফার জাহান, ইউনাইটেড হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব সুজন দেবনাথ, ডেফোডিল ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের প্রধান মোহাম্মদ বাসেট।