সিএনএনর কার্যক্রম বন্ধ ভেনেজুয়েলায়
ঢাকাটাইমস ডেস্ক
২২ ফেব্রুয়ারি, ২০১৪ ১৪:০৭:৩০
ঢাকা: ভেনেজুয়েলায় মার্কিন সংবাদ সংস্থা ক্যাবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটির মাদুরো সরকার বলে জানিয়েছে বিবিসি।
কারাকাসভিত্তিক সাংবাদিক ওসমারি হার্নান্দেজের অ্যাক্রিডেশন কার্ড বতিল করে সিএনএন’র কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
এছাড়া ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক অস্থিরতার সংবাদ সংগ্রহ করার জন্য যুক্তরাষ্ট্র থেকে পাঠানো সিএনএন’র অন্য দুই সাংবাদিকের কাজ করার অনুমতিও বাতিল করা হয়েছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, বিরোধীদলের সাম্প্রতিক সমাবেশের বিষয়ে সঠিক সংবাদ প্রকাশ না করা পর্যন্ত দেশটিতে সিএনএন’র কার্যক্রম বন্ধ থাকবে।
মাদুরো তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যুক্তরাষ্ট্রের রক্ষণশীল পক্ষ এবং এ পক্ষের গণমাধ্যমগুলোকে অভিযুক্ত করেছেন।
এর আগে রবিবার বিরোধীদলের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক করার অভিযোগে যুক্তরাষ্ট্রের তিন কূটনীতিককে বহিষ্কার করে ভেনেজুয়েলা।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/জেএস)