ঢাকা: স্বাধীন গণমাধ্যম কোন বিলাসিতা নয়, এখন তা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারের তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরের বিকাশে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং কৃষি ও কৃষিজাত শিল্পের বিকাশের জন্য গণমাধ্যমকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক ব্যবস্থা একান্ত আবশ্যক। অর্থনীতির গতি প্রকৃতি সম্পর্কে গণমাধ্যমকে আরো বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য এ দেশের গণমাধ্যম সবসময় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন বলেই, তাদের দ্বারা সমাজের নানা ধরনের অসঙ্গতি তুলে ধরা সম্ভব হয়েছে। তিনি গণমাধ্যমকে আরো সচেতন হওয়ার পাশাপাশি প্রেস কাউন্সিলের আরোও শক্তিশালী ভূমিকা রাখার আহবান জানান। তিনি গণমাধ্যমকে দেশে একটি ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সক্রিয় ভাবে কাজ করার আহবান জানান।
দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করার জন্য শক্তিশালী গণমাধ্যম আবশ্যক। এজন্য সংশ্লিস্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বিভিন্ন পেশাজীবিদের বিভেদ দূরীকরণের মাধ্যমে ব্যবসা পরিচালনার জন্য সহায়ক পরিবেশ তৈরীর উপর গুরুত্বারোপ করেন।
ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বলেন, বর্তমান সময়ে সরকার পরিচালনা, ব্যবসা-বাণিজ্য, বিনোদন এবং সামাজিক যে কোন প্রয়োজনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের মতো উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক এবং টেকসই উন্নয়নে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করছে।
পরিকল্পনা কমিশনের সদস্য প্রফেসর ড. শামসুল আলম বলেন, গণমাধ্যমকে মানুষের চাহিদা ও আস্থা অর্জন করে সংবাদ পরিবেশন করতে হবে। গণমাধ্যম কর্মীদের আরোও প্রশিক্ষণ প্রদান এবং নৈমিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে সংবাদ পরিবেশনের উপর জোরারোপ করেন। এছাড়াও তিনি বিশেষ করে গ্রামাঞ্চলের জনসাধারণকে গণমাধ্যমে আরোও বেশি হারে সম্পৃক্ত করার প্রস্তাব করেন।
ডিসিসিআই’র পরিচালক মুক্তার হোসেন চৌধুরী ক্ষুদ্র ও মাঝারী উদ্যোত্তাদের বিকাশের স্বার্থে গণমাধ্যমকে বন্ধু সুলভ মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানান।
সেমিনারে বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজর (বিআইডিএস) রিসার্চ ফেলো ড. আবুল বাসার সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
(ঢাকাটাইমস/২৫মার্চ/এমএবি/এআর/ ঘ.)