রাজধানীতে আনসারের নির্যাতনের শিকার সাংবাদিক দম্পতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মার্চ, ২০১৪ ১১:৩২:০৩

ঢাকা: রাজধানীতে দুই আনসার সদস্যের হাতে নির্যাতনের শিকার হয়েছেন দুই সাংবাদিক। রাজধানীর শ্যামলীতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে আনসার ক্যাম্পে এই ঘটনা ঘটে। সাংবাদিক দম্পতি হলেন, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজেদা সুইটি ও এশিয়ান টিভির সাংবাদিক তৌহিদ শান্ত। আনসার সদস্যরা তাদের গুলি করে হত্যা করতে উদ্ধতও হয় বলে জানা গেছে।
অভিযুক্ত আনসার সদস্যরা হলেন, শুক্কুর ও রমজান। এ সময় জনতা সাংবাদিকদের বাঁচাতে এগিয়ে আসলে এক রাউন্ড ফাঁকা গুলি চালায় শুক্কুর। সুইটি ও তৌহিদ শান্তকে রাইফেলের বাট দিয়ে বেদম প্রহার করে তারা। আহত সাজেদা সুইটি ও তৌহিদ শান্তকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। রাতেই এই ঘটনায় মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন এই সাংবাদিক দম্পতি।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আজিজুল হক বলেন, অভিযোগ পেয়েছি। এর ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সাজেদা সুইটি জানান, রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। র্যাবের একজন সিনিয়র সহকারী অফিসার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, অস্ত্র ছিনতাই হচ্ছে এমন খবরেই আমরা এসেছি। কিন্তু এখানে এসে দেখি খবরটি মিথ্যা।
এদিকে এ ঘটনায় সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধ বিষয়ক প্রতিবেদকদের সংগঠন ক্র্যাবের সাধারণ সম্পাদক আবু সালেহ আকন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
(ঢাকাটাইমস/১৪মার্চ/এএসএ)