logo ১৪ মে ২০২৫
৯৯ বছরে চলে গেলেন খুশবন্ত সিং
ঢাকাটাইমস ডেস্ক
২০ মার্চ, ২০১৪ ১৪:২৯:০৪
image

ঢাকা: প্রবীণ সাহিত্যিক -সাংবাদিক খুশবন্ত সিং আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৯ বছর। খুশবন্ত সিংয়ের মৃত্যুতে ভারতের সাহিত্য মহলে শোকের ছায়া। ১৯১৫ সালের আগে ২ ফেব্রুয়ারি পাকিস্তানের পাঞ্জাবের হাদালিতে জন্ম খুশবন্ত সিংয়ের।


যোজনা পত্রিকার প্রতিষ্ঠা ও ন্যাশানাল হেরাল্ড ও হিন্দুস্তান টাইমসের সম্পাদনার কাজ করেছেন খুশবন্দ সিং। ক্লাসিক সমগ্রে খুশবন্তের সংযোজন `ট্রেন টু পাকিস্তান`, `আই শ্যাল নট হেয়ার দা নাইটঅ্যাঙ্গেল` ও `দিল্লি`।


১৯৯৫ সালে লেখেন `দা সানসেট ক্লাব`। তার বাস্তবধর্মী রচনা `অ্যা হিস্ট্রি অফ দা শিখস`। রাজধানী দিল্লিতে শিখদের সংস্কৃতি ও জীবন-জীবিকা নিয়ে লেখা তার সাহিত্য।


১৯৮০ থেকে ১৯৮৬ পর্যন্ত তিনি সাংসদ ছিলেন। ১৯৭৪ সালে পান পদ্ম ভূষণ। তবে ৮৪ সালে স্বর্ণ মন্দিরে সেনা হানার পর ভারত সরকারের দেয়া পদ্ম ভূষণ সম্মান ফিরিয়ে দেন খুশবন্ত। ২০০৭ সালে তাকে পদ্ম বিভূষণ সম্মানে সম্মানিত করা হয়।


(ঢাকাটাইমস/২০মার্চ/জেএস)