চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের বিভাগীয় স¤পাদক এজাজ ইউসুফী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বৈশাখী টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান ফেরদৌস।
ভোটগ্রহণ শেষে সোমবার রাত ৯টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোয়াজ্জেমুল হক এই ফলাফল ঘোষণা করেন। ফলাফলে সভাপতি পদে এজাজ ইউসুফী পেয়েছেন ১১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৯৮ ভোট। আর সাধারন সম্পাদক পদে হাসান ফেরদৌস পেয়েছেন ১০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী পেয়েছেন ৯২ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার রতন কান্তি দেবাশীষ ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক সংবাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান নিরূপম দাশগুপ্ত পেয়েছেন ১০৬ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের মুখ্য প্রতিবেদক মো. শামসুল ইসলাম ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক কর্ণফুলীর সাবেক ইউনিট প্রধান শিব্বির আহমদ রাশেদ পেয়েছেন ৪১ ভোট।
অর্থ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের সহকারী স¤পাদক আবসার মাহফুজ ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক কর্ণফুলীর মুজাহিদুল ইসলাম পেয়েছেন ৬০ ভোট।
সাংগঠনিক স¤পাদক পদে দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার সবুর শুভ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জিটিভির টিটো বড়–য়া (অনিন্দ্য টিটো) ৬৪ ও দৈনিক ভোরের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান স্বরূপ ভট্টাচার্য পেয়েছেন ৬৪ ভোট।
এছাড়া প্রচার ও প্রকাশনা স¤পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাইদুল ইসলাম ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়াবাংলার পুলক সরকার পেয়েছেন ১০৬ ভোট। আর নির্বাহী সদস্যের তিনটি পদে রাশেদ মাহমুদ ১৯২ ভোট, এনামুল হক ১০৮ ভোট ও ফারুক তাহের ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে এবার ২৯৩ জন ভোটারের মধ্যে ২৬৭ জন সাংবাদিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নগরীর প্রেসক্লাবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।