logo ১৪ মে ২০২৫
সাব এডিটরস কাউন্সিলের সভাপতি আশরাফ, সম্পাদক শাহজাহান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ এপ্রিল, ২০১৪ ২১:৫৬:০৬
image

ঢাকা: ঢাকা সাব এডিটরস কাউন্সিল নির্বাচনে সভাপতি পদে আশরাফুল ইসলাম (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে শাহজাহান মিঞা (সমকাল) বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম শহিদুল ইসলাম (বাসস)।


বুধবার দুপুর ১টা থেকে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে বার্ষিক এই ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে। মোট  ৮৫৯জন ভোটারের মধ্যে ৭০৮জন ভোট দিয়েছেন।


নির্বাচনে সহ-সভাপতি পদে বাসস এর কে এম শহীদুল হক, যুগ্ম সম্পাদক  পদে বাংলাভিশনের নাসরীন গীতি, কোষাধ্যক্ষ পদে এটিএন নিউজের সাহাদাৎ রানা, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বর্তমান এর সানজিদা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সময় টেলিভিশনের এম এ মান্নান মিয়া, দফতর সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের একেএম ওবায়দুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে যুগান্তরের একরামুল ইসলাম বিপ্লব, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে সমকালের সোয়েব আহমেদ নির্বাচিত হয়েছেন।


কার্যনির্বাহী কমিটি সদস্যপদে নির্বাচিতরা হলেন, ইউএনবি’র কানিজ ফাতেমা লুনা, আলোকিত বাংলাদেশের হুমায়ুন কবির তমাল, বাংলাদেশ সময়ের আনজুমান আরা শিল্পী, নয়াদিগন্তের ইদ্রিস মাদ্রাজি, বাংলাদেশ প্রতিদিন অনলাইনের কাজল কেয়া, যুগান্তরের রীতা ভৌমিক, দেনিক ডেসটিনির দীপক ভৌমিক, অর্থনীতি প্রতিদিনের আবদুল মকিম চৌধুরী, বাংলাবাজার পত্রিকার শাহ মতিন টিপু, আমার দেশের আহমেদ তেপান্তর ও সমকালের আবু কাউছার খোকন নির্বাচিত হয়েছেন।


প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক আবু তাহের।


(ঢাকাটাইমস/২এপ্রিল/এএসএ)