নতুন ডিজি পেলো বিটিভি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ এপ্রিল, ২০১৪ ১২:০৯:২০
ঢাকা: তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নানকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হয়েছে।তিনি বর্তমান মহাপরিচালক ম হামিদের স্থলাভিষিক্ত হবেন।সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই আদেশে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূইয়াকে ওয়াকফ প্রশাসক কার্যালয়ের ওয়াকফ প্রশাসক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন কর্তৃপক্ষের সদস্য মো. ইমতিয়াজ হোসেন চৌধুরীকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বদলির আদেশাধীন ড. রাখাল চন্দ্র বর্মণকে পাট অধিদফতরের মহাপরিচালক এবং পাট অধিদফতরের মহাপরিচালক মিয়া আব্দুল্লাহ মামুনকে ওএসডি করা হয়েছে।
(ঢাকাটাইমস/ ০১এপ্রিল/ এআর/ ঘ.)