ডকুমেন্টারি নির্মাণ করছেন দিমা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ এপ্রিল, ২০১৪ ০০:১৩:২৯

ঢাকা: নিজের সংবাদ পাঠ, আবৃত্তি চর্চার পাশাপাশি একাধিক বিষয়ভিত্তিক ডকুমেন্টারি নির্মাণের কাজে ব্যস্ত রয়েছেন দিমা নেফারতিতি। বর্তমানে বাংলাদেশের বেশ কিছু উল্লেখযোগ্য স্থান নিয়ে বিশেষ ডকুমেন্টারি তৈরির কাজ করছেন তিনি।
এ প্রসঙ্গে নির্মাতা দিমা নেফারতিতি বলেন, ‘এটা এক ধরনের কৌতূহল আর নেশা থেকেই করা। ছেলেবেলা থেকেই সৃজনশীল কাজের ভেতর দিয়েই বড় হয়েছি। তবে শৈশব থেকেই আমার প্রথম এবং একমাত্র নেশা হলো আবৃত্তি।’
গেল বইমেলায় তার সম্পাদনায় ‘বাংলাদেশের হৃদয় হতে’ শিরোনামের একটি বই বের হয় তার।
এর পাশাপাশি চলছে তার পঞ্চম আবৃত্তি অ্যালবামের কাজ। ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ শিরোনামে দিমার পঞ্চম আবৃত্তি অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে খুব শিগগিরই।
সংবাদ উপস্থাপনা এবং আবৃত্তির পাশাপাশি, দিমা একজন নির্মাতা। তার বানানো বিজয় দিবস এবং ঈদের নাটক কুড়িয়েছে দর্শক প্রশংসা।
বিভিন্ন সময়ে দিমার নির্মিত তথ্যচিত্র সমাদৃত হয়েছে দেশে বিদেশে। দিমা জানালেন, বর্তমানে নির্মাণাধীন রয়েছে তথ্যচিত্র ‘একটি সেতুর গল্প’। এটি বাংলাদেশ-ভারতের একটি যৌথ প্রযোজনা। সবকিছু ঠিকঠাক থাকলে ঈদের নাটকের কাজও করবেন দিমা।
(ঢাকাটাইমস/০২ এপ্রিল/এজে)