যমুনা টিভির যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ এপ্রিল, ২০১৪ ২২:২৭:১৫

ঢাকা: যাত্রা শুরু হল সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘যমুনা’র। সামনে থাকে, সামনে রাখে-এই স্লোগান নিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় যাত্রা শুরু হয় চ্যানেলটির। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আনুষ্ঠানিকভাবে যমুনা টিভির সম্প্রচার উদ্বোধন করেন।
যমুনা টেলিভিশনের সম্প্রচার শুরু উপলক্ষে যমুনা ফিউচার পার্কে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে একঝাঁক শিল্পীর কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনের সূচনা হয়।
এরপর স্বাগত বক্তব্য রাখেন যমুনা টিভির সিইও আবু আলম শহীদ ও প্রধান সম্প্রচার উপদেষ্টা সায়মন ড্রিং। যমুনা গ্রুপ ও যমুনা টেলিভিশনের চেয়ারম্যান শিল্পপতি নুরুল ইসলাম আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকার মিডিয়াবান্ধব সরকার। সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। তিনি মিডিয়া জগতে যমুনা টেলিভিশনের সাফল্য কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম এমপি, যমুনা টিভির ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ যমুনা টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যমুনা টিভি কর্তৃপক্ষ জানায়, সর্বাধুনিক সম্প্রচার প্রযুক্তির মাধ্যমে খবরের সব দিক তুলে ধরার পাশাপাশি সংবাদভিত্তিক নানা আয়োজনে সাজানো থাকবে যমুনা টিভির ২৪ ঘণ্টা। দেশ ছাড়াও বিদেশ থেকেও চ্যানেলটি দেখা যাবে।