ঢাকা: প্রথম আলোর মো. বদিউজ্জামানকে আহবায়ক ও দৈনিক বর্তমানের উবায়দুল্লাহ বাদলকে সদস্য সচিব করে ১৩ সদস্যের ‘জামালপুর সাংবাদিক ফোরাম-ঢাকা’র কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- মনিরুল আলম (ডেইলি সান), আবু সাঈদ (বাসস), আফজাল বারী (ইনকিলাব), মমিনুল হক আজাদ (ইনডিপেনডেন্ট টিভি), শাহিদুর রহমান শাহিদ (মানবকন্ঠ), সাজিদ রাজু (সময় টিভি), হেলাল আহমেদ সজিব (এনটিভি), খাতুনে জান্নাত কণা (ইনকিলাব) ও অনিতা খন্দকার (বর্তমান)।
সিনিয়র সাংবাদিক মুজতাহিদ ফারুকীর সভাপতিত্বে শনিবার রাজধানীর একটি রেস্তোরায় আয়োজিত এক বৈঠক শেষে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- রাইজিং বিডি ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক খান মো. শাহনেওয়াজ, প্রথম আলোর পল্লব মোহাইমেন, শওকত আলী তারা ও ইত্তেফাকের মোহাম্মদ শাহজাদাসহ ঢাকায় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত জামালপুরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৬এপ্রিল/এমএম)