logo ১৪ মে ২০২৫
এবিএম মূসার মৃত্যুতে ডিআরইউর শোক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ এপ্রিল, ২০১৪ ১৮:৩০:৩১
image

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন পরিচালনা কমিটির সাবেক চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এবিএম মূসার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংগঠনটির নেতারা।


ডিআরইউ’র ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা এবং সদস্যরা বুধবার এক বিবৃতিতে খ্যাতনামা ও প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। তার শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন।  


তারা বলেছেন, সাংবাদিকতায় বর্ণময় অভিজ্ঞতা সম্পন্ন কিংবদন্তিতুল্য এবিএম মূসা রিপোর্টারদের পাশাপাশি দেশ ও জাতির কাছে চির জাগরুক হয়ে থাকবেন। সাংবাদিকতায় তার আবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।


বুধবার বেলা সোয়া ১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এবিএম মূসা।


(ঢাকাটাইমস/০৯ এপ্রিল/এজে)