মায়ের কবরের পাশে চিরনিদ্রায় মূসা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ এপ্রিল, ২০১৪ ০০:০১:৫৮

ফেনী: রাতেই প্রবীণ সাংবাদিক এবিএম মূসার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাঁর মরদেহ ফেনীর ফুলগাজী উপজেলার কুতুবপুর গ্রামের বাড়িতে মায়ের কবরের পাশে চিরনিন্দ্রীয় শায়িত হন।
এ সময় এবিএম মূসার ছেলে ডা. নাসিম মূসা, ভগ্নিপতি ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরামসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে নামাজে জানাজা শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। রাত আটটায় গ্রামের বাড়ি ডিপটি বাড়িতে পৌঁছে এবিএম মূসার মরদেহবাহী গাড়ি। বাড়িতে বিশ মিনিট রাখা হয় মরদেহ। এ সময় স্বজনেরাসহ গ্রামবাসী এবিএম মূসাকে শেষবারের মতো একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। এরপর মরদেহ স্থানীয় আলী আজম উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়েছে। সেখানে এবিএম মূসার চতুর্থ ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজা শেষে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এবিএম মূসার শেষ ইচ্ছানুযায়ী তার মায়ের কবরের পাশে তাকে শেষ শয্যায় শায়িত করা হয়।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে এবিএম মূসার মরদেহবাহী গাড়ি ফেনী প্রেসক্লাব চত্ত্বরে এসে পৌঁছে। এখানে তার মরদেহে সাংবাদিক, এবিএম মূসার ভক্ত-গুণগ্রাহীসহ ফেনীবাসী শেষ শ্রদ্ধা জানান।
বাদ মাগরিব সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তৃতীয় নামাজে জানাজা ফেনী শহরের মিজান ময়দানে সম্পন্ন হয়। ফেনী প্রেসক্লাবের আয়োজনে জানাজায় অংশ নেন ফেনীর জেলা প্রশাসক হুমায়ূন কবির খোন্দকার, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বিকমসহ রাজনীতিবিদ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, এবিএম মূসার ভক্ত-গুণগ্রাহীসহ হাজারো ফেনীবাসী। উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার পারিতোষ ঘোষ। নামাজে জানাজা পরিচালনা করেন ফেনী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা মাহমুদুল হক।
ঢাকাটাইমস/ ১১ এপ্রিল/ প্রতিনিধি/এএইচ/ এআর/ ঘ.)