logo ১৪ মে ২০২৫
প্রেসক্লাবে সপ্তাহব্যাপী বইমেলা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ এপ্রিল, ২০১৪ ২০:৩৯:৫২
image


ঢাকা: রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাব চত্বরে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বইমেলা। জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ এ মেলার আয়োজন করেছে। বিকাল ৫টায় বইমেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

এবারের বই মেলাটি উৎসর্গ করা হয়েছে ক্লাবের আজীবন সদস্য বরেণ্য সাংবাদিক ফয়েজ আহমদের স্মৃতির উদ্দেশে। শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। বক্তব্যে বলা হয়, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এই মেলা আয়োজনে সহযোগিতা করছে এবং মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মেলার সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেন, বইমেলা কমিটির আহ্বায়ক কবি হাসান হাফিজ, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি ও নির্বাহী পরিচালক মিলন নাথ।

জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য এবিএম মূসা স্মরণে বইমেলা চত্বরে ‘এবিএম মূসা স্মৃতি মঞ্চ’ স্থাপন করা হবে। প্রতিদিন এই মঞ্চে থাকবে সাহিত্য বিষয়ক অনুষ্ঠান। মঞ্চের পাশে থাকবে এবিএম মূসা স্মরণে শোক বই। এবিএম মূসার সুহৃদ, অনুরাগীরা তাদের অনুভূতি শোক বইয়ে লিখতে পারবেন।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। তবে পয়লা বৈশাখ সোমবার মেলা চলবে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলায় স্টল থাকছে ৪০টি।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এএসএ)