logo ১৪ মে ২০২৫
পুলিৎজার পুরস্কার পেলেন ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান
ঢাকাটাইমস ডেস্ক
১৫ এপ্রিল, ২০১৪ ১২:৪৫:০৯
image

ঢাকা: মার্কিন গোপন নজরদারির ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে ২০১৪ সালে যৌথভাবে পুলিৎজার পুরস্কার জিতেছে দ্য গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্ট।


মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএর ইন্টারনেটে গোপন নজরদারির বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে সাংবাদিকতার সব থেকে সম্মানজনক এই পুরস্কার জিতেছে সংবাদপত্র দুটি।


মার্কিন গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের ভিত্তিতে এ সব ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান।


পুরস্কার পাওয়ার পর গার্ডিয়ানের চিফ এডিটর এলান রাসব্রিজার তার প্রতিক্রিয়ায় জানান, ‘এই সংবাদ প্রকাশ করে গার্ডিয়ানকে হুমকির মুখে পড়তে হয়েছিল। সে সময় বিশ্বজুড়ে যেসব সহকর্মী আমাদের সমর্থন দিয়েছিলেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সম্মান শুধু ওয়াশিংটন পোস্টের সহকর্মীদের সঙ্গেই ভাগ করে নেব না, এই সম্মান এডওয়ার্ড স্নোডেনেরও প্রাপ্য। কারণ জনস্বার্থে তথ্য প্রকাশ করায় স্নোডেনের জীবন ঝুঁকির মুখে পড়েছে।’


প্রসঙ্গত, স্নোডেন বিশ্বজুড়ে ইন্টারনেটে মার্কিন সরকারের গোপন নজরদারির তথ্য ফাঁস করে দিয়েছিলেন। এ ঘটনা শুধু যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এনএসএর গোপন নজরদারির ক্ষমতা কমাতে বাধ্য হন।


এদিকে ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে পুলিৎজার পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম বোস্টন গ্লোব। বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক জ্যাসন সেজেপ ও অ্যান্ড্রু আর.সি মার্শাল আন্তর্জাতিক সংবাদের ক্যাটাগরিতে পুলিৎজার জিতেছেন। তবে এ বছর ফিচার লেখার ওপর কোনো পুরস্কার দেওয়া হয়নি।


যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে প্রশাসকের ভূমিকা পালন করে।


(ঢাকাটাইমস/১৫এপ্রিল/জেএস)