ঢাকা: ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম ছিনতাইকারীর কবলে পড়েছেন। এসময় ছিনতাইকারীরা তার হাতে থাকা একটি ল্যাপটপ, নগদ ছয় হাজার টাকা এবং মুঠোফোনটি নিয়ে গেছে।
বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে রাজধানীর মগবাজার মোড় থেকে ওয়ারলেসের দিকে যাওয়ার পথে আড়ং শপিংমলের বিপরীতে এঘটনা ঘটে।
রেজাউল করিম বলেন, ‘আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম। পথে মগবাজার ওয়ারলেস মোড়ের অদূরে আড়ং শপিংমলের বিপরীত দিকে ফিলিং স্টেশনের সামনে একদল লোক অস্ত্রসহ আমাকে আটকে দেয়। এসময় তারা আমার হাতে থাকা একটি ল্যাপটপ, নগদ টাকা ও মোবাইলটি কেড়ে নেয়।’
এঘটনায় রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ৭২।
(ঢাকাটাইমস/ ১ মে/ এমআর/ এইচএফ/ ২১.০৮ঘ.)