logo ১২ মে ২০২৫
ঢামেকে সাংবাদিক প্রবেশের নিয়ম শিথিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ এপ্রিল, ২০১৪ ২২:০২:৩২
image

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) সাংবাদিক  প্রবেশের  যে নিয়ম চালু হয়েছিল তা একদিন পরে কিছুটা শিথিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার থেকে হাসপাতালের জরুরি বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় ।


রবিবার বিকাল পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানের কক্ষে বাংলাদেশ মেডিকেল রিপোটার্স অ্যাসোসিয়েশন সদস্যরা ঘণ্টাব্যাপী বৈঠক করেন।


 বৈঠকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  সংবাদ সংগ্রহে কোনো বাধা নেই এ মর্মে সিদ্ধান্ত হয়। সাংবাদিকরা জরুরি বিভাগে গিয়েও সংবাদ সংগ্রহ করতে পারবে তবে সেখান থেকে ওয়ার্ডে সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরাদ্দকৃত কার্ড লাগবে।


বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো: সজিব (বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু (যুগান্তর) ও সাংগঠনিক সম্পাদক আবাদুজ্জামান শিমুল (বাংলানিউজ) প্রচার সম্পাদক আজিম উদ্দিন চৌধুরী বুলবুল ওরফে নানা ভাই (ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম)।


বৈঠকের পর হাসপাতাল পরিচালক বলেন, কোনো কোনো সংবাদ মাধ্যমের খবরের প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে নতুন নিয়ম প্র্যতাহারের নির্দেশ আসে।


শিক্ষানবিশ চিকিৎসকদের চাপে ও আপনাদের নিরাপত্তার স্বার্থে আমি সাংবাদিকদের ওই নির্দেশ দিয়েছিলাম। তবে ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের জন্য এই নিয়ম বলবৎ থাকবে।


উল্লেখ্য, শনিবার হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসারের টেবিলে নতুন একটি খাতা খোলা হয়েছিল। খাতায় লেখা ছিল- হাসপাতালের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং রোগীদের সেবা কার্যক্রম কোনোভাবে যেন বিঘ্নিত না হয় পরিচালকের নির্দেশে এ আইন চালু করা হয়। খাতায় লেখা ছিল, সকালে অফিস চলাকালীন সময় সংবাদ সংগ্রহের জন্য কোনো সাংবাদিক ভেতরে যেতে চাইলে পরিচালকের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে।


এছাড়া বেলা ২টার পর কেউ প্রবেশ করতে চাইলে সেক্ষেত্রে দায়িত্বরত মেডিকেল অফিসারের কাছ থেকে ভিজিটর কার্ড সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে হবে। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।


(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এএ/এএসএ)