খুলনাঃ দৈনিক সমকাল ও চ্যানেল ২৪-এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা ও ফটোসাংবাদিক খায়রুল আলম আজ মঙ্গলবার সকালে নগরীর গল্লামারী এলাকায় ভূমিদস্যুদের অপতৎরতা, পুলিশের চাঁদাবাজি ও পরিবহনে অনিয়মের সংবাদ সংগ্রহের জন্য যান।
সকাল ১১টার দিকে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সাংবাদিক মামুন রেজা ও ফটোসাংবাদিক খায়রুল আলমকে বেধড়ক মারপিট করে। এবং ক্যামেরা ভাংচুর করে । তাদের হামলায় সাংবাদিকরা গুরুতর আহত হন।
পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা এ হামলার সময় নীরব দর্শকদের ভূমিকা পালন করে।
এদিকে এ হামলার খবর পেয়ে সাংবাদিরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়।
(ঢাকাটাইমস/ ০৬ মে/ হাসান/ এআর/ ঘ.)