ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিনের জামিন
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মে, ২০১৪ ১৬:৩৯:২০
ঢাকা: সাতক্ষীরায় ভারতীয় বাহিনীর যৌথ অভিযান নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেলেন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও প্রকাশক এএমএম বাহউদ্দিন।
রবিবার দুপুরে ঢাকা সিএমএম আদালতে এ আসামি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি একই মামলায় গ্রেপ্তার পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপ-প্রধান প্রতিবেদক রফিক মোহম্মদ ও পত্রিকাটির কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমান জামিন পান।
গত ২০ জানুয়ারি কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমানকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে সিএমএম আদালত। ওই রিমান্ড শেষে গত ২৯ জানুয়ারি আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
উল্লেখ্য, সাতক্ষীরায় অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে গত ১৬ জানুয়ারি রাতে গোয়েন্দা পুলিশ রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোডে ইনকিলাব ভবনের অভিযান চালায়।
ওই সময় ইনকিলাবের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি যোগাযোগ আইনে রাজধানীর ওয়ারী থানায় এসআই জাহাঙ্গীর আলম একটি মামলা দায়ের করেন।
(ঢাকাটাইমস/৪মে/আরজেড/এএসএ)