logo ১১ মে ২০২৫
“কার্যকর গণমাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করে”
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মে, ২০১৪ ২২:০৮:৫৮
image


ঢাকা: আজ রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা সঠিক তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে ও গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে সহায়ক হবে।

বক্তারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যম মালিক উভয়ের পেশাদারিত্ব বাংলাদেশের মতো একটি মধ্য বয়সী গণতান্ত্রিক দেশের গণমাধ্যমের স্বাধীনতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন বাংলাদেশ (সিজেএবি), ম্যানেজমেন্ট এন্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর সহায়তায় ঢাকা ক্লাব গেস্ট হাউস লাউঞ্জে এ আলোচনার আয়োজন করে।

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস উপলক্ষে আয়োজিত ‘চ্যালেঞ্জেস অব প্রেস ফ্রিডম ইন ইমার্জিং ডেমোক্রেসি’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেএবি সভাপতি ফরিদ হোসেন।

সাবেক মন্ত্রী ও সমাজ গবেষক ড. মিজানুর রহমান শেলী, সাবেক প্রধান তথ্য কমিশনার মুহাম্মদ জমির, সিজেএ সভাপতি এমিরিটাস হাসান শাহরিয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আবদুল জলিল ভুইয়া, এমআরডিটি’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল, সিনিয়র সাংবাদিক চপল বাশার, নাদিম কাদির, সাইফুল হুদা, মাইনুল আলম, জুলহাস আলম ও হুমায়ুন রশীদ চৌধুরী গোলটেবিল আলোচনায় বক্তৃতা করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সিজেএবি মহাসচিব ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

ড. মিজানুর রহমান শেলী বলেন, জাতীয় স্বার্থে গণমাধ্যমের কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন এবং সাংবাদিকদের অবশ্যই মুক্ত গণমাধ্যমের চেতনা সমুন্নত রাখতে হবে।

মুহাম্মদ জমির বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের সম্ভাবনা ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে সাংবাদিকদের মুক্ত গণমাধ্যম নিশ্চিতকরণে ভূমিকা রাখতে হবে।

হাসান শাহরিয়ার বলেন, গণতন্ত্র ও প্রেস ফ্রিডম এক সঙ্গে অগ্রসর হয় এবং কার্যকর গণমাধ্যম সর্বদা গণতন্ত্রকে শক্তিশালী করে।

(ঢাকাটাইমস/ ০৪ মে / বাসস/এআর)