টকশোতে হাতাহতি!
ঢাকাটাইমস ডেস্ক
০৮ মে, ২০১৪ ১৩:১৭:০১

ঢাকা: জর্দানের এক টিভি চ্যানেলে আরব বসন্তের ওপর টকশোতে অংশ নিয়েছিলেন দুই সাংবাদিক। আলোচনার এক পর্যায়ে ওই দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং রেগে গিয়ে টেলিভিশনের স্টুডিওটিই তারা ভাংচুর শুরু করেন। আল আরাবিয়া টেলিভিশনের বরাত দিয়ে বুধবার বিবিসি এ খবর জানিয়েছে।
সম্প্রতি জর্দানের সেভেন স্টারস টিভিতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সে দুই সাংবাদিক মুহাম্মদ শরিফ আল-জিউসি এবং শাকির আল-জোহারি। তারা কথা বলছিলেন আরব বসন্ত এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে।
আলোচনার এক পর্যায়ে সাংবাদিক আল জোহারি অন্য আলোচককে বলেন, তিনি সিরিয়ার বাথ পার্টির চামচা এবং এর মাধ্যমে তিনি তার পেশার সঙ্গে বেইমানী করেছেন। এতে প্রচণ্ডভাবে রেগে যান সাংবাদিক আল-জিউসি। তিনি জোহরিকে উদ্দেশ্য করে চিৎকার করে চুপ থাকতে বলেন।
এরপর মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রেগে গিয়ে দুজনই স্টুডিওর টেবিলের দুই প্রান্ত ধরে টানতে শুরু করেন। এসময় টকশোয়ের উপস্থাপককে অসহায় দেখাচ্ছিল। তাদের টানাটানিতে টেবিলের ওপরের অংশটি খুলে যায়।
পরে এ ঘটনা সম্পর্কে আল-জিউসি তার ফেসবুকে লেখেন, তাকে সিরিয়ার ক্ষমতাসীন দল বাথ পার্টির চামচা বলায় তিনি অপমানিত বোধ করেছিলেন। তিনি লেখেন, ‘উনি এমনভাবে বলছিলেন যেন বাথ পার্টির সমর্থক হওয়াটা শাস্তিযোগ্য অপরাধ।’
(ঢাকাটাইমস/৮মে/জেএস)