logo ১১ মে ২০২৫
পাকিস্তান সরকার জিওটিভি অফিস সিলগালা করে দিলো
ঢাকাটাইমস ডেস্ক
২০ মে, ২০১৪ ২৩:০৯:৫৬
image

ঢাকা: অবশেষে পাকিস্তানের জং গ্রুপের জিও টিভিসহ তিনটি টিভি লাইসেন্স সামিয়ক স্থগিত করা হয়েছে। অনেক দিন ধরেই টিভি চ্যানেলগুলো বন্ধ করার কথা বলা হচ্ছিলো। একই সঙ্গে অফিসও সিলগালা করে দেয়ার হয়েছে। জিও টিভির নির্বাহী সম্পাদক প্রখ্যাত সাংবাদিক হামিদ মির গত মাসে বন্দুকধারীদের হামলায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আইএসআইকে দায়ী করার পর টিভিগুলোর লাইসেন্স স্থগিত হলো।এই গ্রুপের জিও নিউজ, জিও এন্টারটেইনমেন্ট এবং জিও টাজ টেলিভিশনের ওপর ২৮ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এ-সংক্রান্ত গঠিত কমিটি পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পারমা) আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।

ডন-এর খবরে বলা হয়েছে, পারমা কমিটির সদস্য সৈয়দ ইসমাইল শাহ, পারভেজ রাঠোর ও ইসরার আব্বাসীকে নিয়ে গঠিত কমিটি ওই তিন টেলিভিশনের বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ খতিয়ে দেখছে।

উল্লেখ্য, গত মাসে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে জিয়ো নিউজের কার্যালয়ে ফেরার পথে শেরে ফয়সাল এলাকায় সাংবাদিক হামিদ মিরের গাড়ি লক্ষ্য করে অজ্ঞাতনামা বন্দুকধারীরা হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন হামিদ মির।

ওই হামলার জন্য পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থাকে (আইএসআই) দায়ী করে হামিদ মিরের পরিবার। হামলার নিন্দা জানিয়েছে এ ঘটনা নিয়ে কোনো গুজব না ছড়াতে অনুরোধ জানিয়েছিল আইএসআই। এরপরই ওই তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার স্থগিত করা হলো।

(ঢাকাটাইমস/ ২০ মে /এআর/ ঘ.)