logo ১১ মে ২০২৫
শিগগির পাস হচ্ছে `সাংবাদিক কল্যাণ ট্রাস্ট' বিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ মে, ২০১৪ ২১:০০:০১
image

ঢাকা: শীঘ্রই পাস হতে যাচ্ছে ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ বিল। মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে আলোচনার পর এটি পাসের জন্য সংসদে পাঠানো হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এটিএম রহমত উল্লাহ বলেন, বিলটি অতি দ্রুত পাস হয়ে আসবে বলে আশা করছি।


সোমবার বিকেলে সংসদে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, ‘দুর্ঘটনায় বা দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক গুরুতর আহত হলে তার চিকিৎসার জন্য বা দুর্ঘটনায় কোনো সাংবাদিকের মৃত্যু হলে তার পরিবারকে এ ট্রাস্ট থেকে সহায়তা প্রদান করা হবে। এছাড়াও প্রয়াত ও দুস্থ, অসচ্ছল, পেশাগত কাজ করতে অক্ষম ও অসমর্থ সাংবাদিকের পরিবারকেও এ ট্রাস্ট থেকে সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যে এ ট্রাস্টের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ কোটি টাকা মঞ্জুর করেছে।’


রহমত উল্লাহ বলেন, ‘এ ট্রাস্ট থেকে সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য এককালীন মঞ্জুরি, বৃত্তি কিংবা স্টাইপেন্ড প্রদান করা হবে।’


প্রস্তাবিত বিলের খসড়ায় বলা হয়েছে, ‘যারা সার্বক্ষণিক প্রিন্ট অথবা ইলেক্টনিক মিডিয়ার কাজে নিয়োজিত আছেন এবং কোনো সম্পাদক, সম্পাদকীয় লেখক, সংবাদ সম্পাদক, উপ-সম্পাদক, ফিচার লেখক, রিপোর্টার, সংবাদদাতা, কপি টেস্টার, কার্টুনিস্ট, চিত্রগ্রাহক, ক্যালিগ্রাফিস্ট এবং প্রুফ রিডার এ ট্রাস্টের অন্তর্ভুক্ত হবেন।


(ঢাকাটাইমস/ ১৯মে/ এএম)