logo ১১ মে ২০২৫
আ.লীগ জনগণ ও গণমাধ্যমের শত্রু
নিজস্ব প্রতিনিধি, ঢাকাটাইমস
০১ জুন, ২০১৪ ১৯:০২:২১
image

ঢাকা: সরকারকে অবিলম্বে দৈনিক আমার দেশসহ বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি জানিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘বাংলাদেশ আজ ভয়াবহ সঙ্কটকাল অতিক্রম করছে। মানুষ আতঙ্কিত। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে অবৈধ কাজ করে যাচ্ছে। তারা জনগণের শত্রু, স্বাধীন গণমাধ্যমের শত্রু।’


রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথম দফায় দৈনিক আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তারের চতুর্থ বার্ষিকী এবং ১ জুন সংবাদপত্রের নতুন কালো দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।


খন্দকার মাহবুব বলেন, ‘আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্র হত্যা করে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। তাই গণমাধ্যমের শত্রু এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া যাবে না। আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতনকে ত্বরান্বিত করতে হবে।’


সরকার কারারুদ্ধ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর শারীরীক ও মানুষিক নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘তার মতো একজন মানুষকে ১৪ মাস ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। অথচ কত চোর-ডাকাত, খুনীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে।’


খন্দকার মাহবুব বলেন, ‘সরকারের সব অপকর্মের বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। আমরা আইনজীবী সমাজ আপনাদের পাশে থাকবো।’


দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এর বড় প্রমাণ নারায়ণগঞ্জ ও ফেনীর হত্যাকাণ্ড। দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে অথচ সরকার এসবের কোনো কূল-কিনারা করতে পারছে না।’


জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, ‘সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে, আইনজীবীদের ওপর নির্যাতন চালাচ্ছে, পেশাজীবীদের ওপর নির্যাতন চালাচ্ছে। সর্বোপরি দেশের কেউ আওয়ামী লীগের হাতে নিরাপদ নয়।’


ডিইউজের সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে এবং ডিইউজের আমার দেশ ইউনিট চিফ বাছির জামালের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সিরাজউদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শত নাগরিক রাজশাহী কমিটির সদস্য সচিব ড. ইফতিখারুল আলম মাসউদ, অ্যাবের সাবেক সহ-সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ডিইউজের সংগ্রাম ইউনিট চিফ শহিদুল ইসলাম, কবি কামার ফরিদ প্রমুখ বক্তব্য দেন।


(ঢাকাটাইমস/০১ জুন/এজে)