logo ২৯ মে ২০২৫
ঢাকাটাইমসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন লতিফ সিদ্দিকী
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ মে, ২০১৪ ১৩:০৪:১২
image


ঢাকা: ‘মানহানিকর’ সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বর্তমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।





পাট ও বস্ত্র মন্ত্রী থাকাকালে ২০১৩ সালের ২২ মে ঢাকা সিএমএম আদালতে তিনি মামলাটি করেন। বুধবার ছিল মামলাটির চার্জগঠনের শুনানির ধার্য তারিখ। নির্ধারিত সময়ে বাদী মন্ত্রী লতিফ সিদ্দিকী আদালতে উপস্থিত হন।



 



অন্যদিকে মামলার আসামি অনলাইন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আরিফুর রহমান, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার ও  দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রকাশক জাকারিয়া চৌধুরীও আদালতে উপস্থিত ছিলেন।



 



ওই সময় তিনি বিচারকের সামনে সাংবাদিকদের সঙ্গে সমঝোতার প্রস্তাব দেন। তিনি বলেন, আমি আর মামলা চালাতে চাই না। সাংবাদিকদের সঙ্গে আমি আপোষ করতে চাই। লতিফ সিদ্দিকী বলেন, সাংবাদিকগণ আমার পূর্ব পরিচিত। তাদের সঙ্গে আমার ভাল সম্পর্ক ছিল। সমঝোতা হতে পারে। সম্প্রতি কয়েকটি দৈনিকে আমার বিরুদ্ধে নিউজ করছে। আমি তাদের বিরুদ্ধে মামলা করবো না। একটি মামলা করেই বাঁচি না।



 



পরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূইয়ার খাসকামরায় প্রায় ২০ মিনিট উভয় পক্ষের আলোচনার পর তিনি মামলাটি প্রত্যাহার করে নেন। শুনানিকালে বাদী পক্ষে অ্যাডভোকেট আশরাফুল ইসলাম জজ এবং সাংবাদিকদের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ আহমেদ গাজী, আশরাফুল আলম ও রায়হান মোর্শেদ উপস্থিত ছিলেন।



 



মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৭ মে অনলাইন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম “লতিফ সিদ্দিকীকে নিয়ে কানাঘুসা” শিরোনামে সংবাদ প্রকাশ করে। ওই একই প্রতিবেদন গত ১৯ মে দৈনিক মানবকণ্ঠ পত্রিকা প্রকাশ করে।



 



যেখানে বলা হয়েছে, “দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী লতিফ সিদ্দিকী বিজিএমইএ-এর শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে গোপনে কথা বলেছেন। তাকে ম্যানেজ করতে পারলে কমিটির প্রতিবেদন তৈরীর সময় ব্যবসায়ীদের মতামত প্রাধান্য পাবে বলে আশ্বস্ত করেছেন। আগামী নির্বাচনের খরচ যোগাতে এখনই কিছু তহবিল গুছিয়ে রাখার কথা ভাবছেন তিনি। তবে মন্ত্রীর এমন প্রস্তাবে অশস্তিতে পড়েছেন ব্যবসায়ীরা।”



 



(ঢাকাটাইমস/২৮মে /জেডএ/এআর/এমএম)