logo ১১ মে ২০২৫
সংবাদ প্রকাশের জের
সাংবাদিক হাসিবুল ইসলামকে হত্যার হুমকি
২১ মে, ২০১৪ ২৩:৫৪:৫৯
image


বরিশাল: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হাসিবুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে বরিশাল নগরীর চিহ্নিত এক মাদক সম্রাট। এঘটনায় বুধবার রাত পৌনে ১১টায় কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নম্বর ৮৯২।



সাংবাদিক হাসিবুল ইসলাম থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরীটি করেন।



এতে তিনি উল্লেখ করেন- গত ১২মে নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার চিহ্নিত মাদক সম্রাট রাজিব হোসেনকে (৩২) ৬শ’ গ্রাম গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ। ডিবি পুলিশের প্রেরিত তথ্য ও ছবি ওপর ভিত্তি করে পরদিন ১৩মে বরিশালের একাধিক আঞ্চলিক পত্রিকায় ছবি সংবাদ প্রকাশ হয়। ১৮ মে মাদক সম্রাট রাজিব জামিনে বের হয়ে প্রকাশিত সংবাদ দেখে ক্ষুদ্ধ হয়। পরে বুধবার বিকালে সাংবাদিক হাসিবুল ইসলাম মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার পথে রাজিব সন্ত্রাসী বাহিনী নিয়ে বেলতলা এলাকায় পথ আগলে ধরে। এসময় তাকে হত্যার হুমকিসহ নানা গালিগালাজ করা হয়।



মাদক সম্রাট রাজিব উত্তর আমানতগঞ্জ নয়া বাড়ি এলাকার মৃত জামিল হোসেনর পুত্র।