সিলেট: সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা পরিশোধ করতে না পারায় ছালমা বেগম নামে এক গৃহবধূকে হত্যা করেছে পাষা- স্বামী। এঘটনায় পুলিশ নিহতের শশুড় সোনাহর আলী, শাশুড়ি মাফিয়া বেগম ও দেবর আকুল মিয়াকে আটক করেছে। তবে নিহতের ঘাতক স্বামী ছাদ্দাম হেসেন এখনো পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে ফেন্সুগঞ্জ উপজেলার পশ্চিম আশিঘর গ্রামের সোনাহর আলীর ছেলে ছাদ্দাম হোসেন যৌতুকের টাকা না পেয়ে তার স্ত্রী ছালমা বেগমকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবার সূত্র জানায়, ২০১২ সালে মার্চ মাসে ছাদ্দাম হোসেনের সঙ্গে বিয়ে হয় ছালমার। বিয়ের পর থেকে তাদের মধ্যে যৌতুকের টাকা নিয়ে ঝগড়া বিবাদ হয়। সালমার পরিবার চার দফায় তাকে ২ লাখ টাকা দেয়। রবিবার দিবাগত রাতে আরো পঞ্চাশ হাজার টাকা আনার জন্য ছালমার উপর নির্যাতন চালায় ছাদ্দাম। টাকা না আনায় সোমবার ভোর রাতে ছালমাকে শ্বাসরোধে হত্যা করে ঘাতক স্বামী ছাদ্দাম পালিয়ে যায়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ছাদ্দামকে আটক করতে পারেনি তারা। তবে তার পিতা-মাতা ও এক ভাইকে আটক করা হয়েছে। এঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।