ফটোসাংবাদিক জহিরুল হক আর নেই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুন, ২০১৪ ১৪:০৮:৪২

ঢাকা: প্রবীণ ফটোসাংবাদিক জহিরুল হক অবশেষে মারা গেছেন। তিনি দিল্লির ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলুরিয়াল সায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার সকাল স্থানীয় সময় আটটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না...রাজিউন)।
এরআগে বৃহস্পতিবার দুপুর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ৫ জুন দিল্লির এ হাসপাতালে ভর্তি করা হয়।
জহিরুল হক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ মে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে বলেন হাসপাতালের চিকিৎসকরা।
পরে তার পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য গত ৫ জুন দিল্লির ইনস্টিউটিউট অব লিভার অ্যান্ড বিলুরিয়াল সায়েন্স হাসপাতালে ভর্তি করেন।
জহিরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার ছিলেন। এছাড়াও তিনি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলকাতার ‘দৈনিক আজকাল’ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবেও কাজ করেন।
এরআগে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জহিরুল হককে পুলিশি নির্যাতনের শিকার হতে হয়। বিশেষ করে ২০০৬ সালের ১৭ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে পুলিশি নির্যাতনের শিকার হলে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে।
(ঢাকাটাইমস/১৪জুন/এএসএ)