logo ১১ মে ২০২৫
দৈনিক জনবার্তা সম্পাদক সৈয়দ সোহরাব আলী আর নেই
খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৪ ১৬:০৫:০৫
image


খুলনা: খুলনার প্রথম দৈনিক জনবার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক সৈয়দ সোহরাব আলী (৭২) ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর ৫ বাবু খান রোডস্থ নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী একপুত্র ও দুইকন্যা সন্তানসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

রবিবার মাগরীব বাদ খুলনার আযম খান সরকারি কমার্স কলেজ মাঠে তার নামাযে জানাজার শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।

ষাটের দশকে তিনি দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর ১৯৬৬ সালে সাপ্তাহিক জনবার্তা প্রকাশ এবং সেটি ১৯৭৪ সালের মার্চ মাসে দৈনিকে রুপান্তরিত করেন। তিনি খুলনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন। খুলনা সাহিত্য পরিষদ, জনবার্তা সাহিত্য বাসর, সুন্দরবন সাহিত্য সম্মেলনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া তিনি খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার আন্দোলনসহ খুলনার উন্নয়নে উল্লেখযোগ্য ভুমিকা রাখেন।

সাংবাদিক সৈয়দ সোহরাব আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা সভাপতি শেখ হারুনার রশিদ, সাধারণ সম্পাদকদ্বয় এসএম মোস্তফা রশিদী সুজা ও মিজানুর রহমান মিজান। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি এম নূরুল ইসলাম দাদু ভাই, মহানগর বিএনপি’র সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক খুলনা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মহানগর জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, মহানগর মুসলিম লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও  সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার জাহান রুকু, খেলাফত মজলিশের মহানগর সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন প্রমুখ।