logo ১১ মে ২০২৫
৩০ দিনের মধ্যে জাতীয় প্রেসক্লাবে নতুন সদস্য নেয়া হবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৪ ১৮:৩৫:০৩
image


ঢাকা: জাতীয় প্রেসক্লাবে পেশাদার সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে আগামী ৩০ দিনের মধ্যে নতুন সদস্যপদ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

প্রেসক্লাবে সদস্যপদের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির নেতৃবৃন্দকে প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি এই আশ্বাস দেন।

আজ ‘জাতীয় প্রেসক্লাব সদস্যপদ বঞ্চিত সাংবাদিক ফোরামে’র ডাকে প্রেসক্লাব চত্বরে অনশন কর্মসূচি চলাকালে প্রেসক্লাব কমিটির নেতারা এই আশ্বাস দেন।

আজ এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়,পূর্ব নির্ধারিত অনশন কর্মসূচি চলাকালে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ’র সঙ্গে যৌথ বৈঠক করেন সাংবাদিক নেতা শাবান মাহমুদ ও তরুন তপন চক্রবর্তী।

যৌথ আলোচনায় প্রেসক্লাব কর্তৃপক্ষ আগামী ৩০ দিনের মধ্যে সদস্যপদ দেয়ার ঘোষণা দিলে আন্দোলন কর্মসূচি ১ মাসের জন্য মুলতবি ঘোষণা করা হয়।

এসময় অনশন কর্মসূচিতে বক্তৃতা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল,জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক,সংগঠনের আহবায়ক শাবান মাহমুদ,সাংবাদিক নেতা তরুন তপন চক্রবর্তী,সাংবাদিক মোস্তফা মলি¬ক,জয়ন্ত আচার্য্য,কাঞ্চন কুমার দে ও মাসুদুর রহমান স্বপন।

জাতীয় প্রেসক্লাবের সদস্যপদের দাবিতে ১ জুন থেকে এ কর্মসূচি শুরু হয়।

(ঢাকাটাইমস/ ১৫ জুন / এআর/ ঘ.)