logo ১৮ মে ২০২৫
সূচকে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জানুয়ারি, ২০১৫ ১২:৩৮:৪৪
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস ২১ জানুয়ারি বৃহস্পতিবার মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ১২ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৯ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম। লেনদেন হয়েছে মোট ২৮ কোটি ০১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- সিঅ্যান্ডএ টেক্সটাইল, ন্যাশনাল ফিড, লাফার্জ সুরমা, শাহজিবাজার পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ওয়েস্টার্ন মেরিন, বেক্সিমকো, অগ্নি সিস্টেমস ও গ্রামীণফোন।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৯ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯০৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৮৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭০১ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম। লেনদেন হয় মোট ৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২২জানুয়ারি/জেএস)