বেড়েছে সূচক, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জানুয়ারি, ২০১৫ ১৫:৩৫:১৬

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস ২১ জানুয়ারি বৃহস্পতিবার মূল্যসূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৬ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম। লেনদেন হয়েছে মোট ২২৩ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- সিঅ্যান্ডএ টেক্সটাইল, ন্যাশনাল ফিড, লাফার্জ সুরমা, শাহজিবাজার পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ওয়েস্টার্ন মেরিন, বেক্সিমকো, অগ্নি সিস্টেমস ও গ্রামীণফোন।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৭৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৪৫ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম। লেনদেন হয় মোট ২৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২২জানুয়ারি/জেএস)