কমেছে সূচক এবং লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জানুয়ারি, ২০১৫ ১৬:০০:০২

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ২৬ জানুয়ারি সোমবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭০৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭৩৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১১০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম। লেনদেন হয়েছে মোট ২০৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- সিঅ্যান্ডএ টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড, সিভিও পেট্রোকেমিক্যাল, ডেসকো, সামিট অ্যালায়েন্স পোর্ট, লাফার্জ সুরমা, আইসিবি ও ওয়েস্টার্ন মেরিন।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২২ পয়েন্ট কমে ৮ হাজার ৭৪৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১১ হাজার ৭১৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৪০ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম। লেনদেন হয় মোট ২০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/জেএস)