লেনদেনে স্থবিরতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জানুয়ারি, ২০১৫ ১১:৪৯:০৭

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস ২৭ জানুয়ারি মঙ্গলবার লেনদেনে মন্থর গতি লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৭ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১১১ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম। লেনদেন হয়েছে মোট ২২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- জিএসপি ফিন্যান্স, সিঅ্যান্ডএ টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যাল, শাহজিবাজার পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, বেঙ্গল উইন্ডসোর, সাইফ পাওয়ার, বিএসসি, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও ন্যাশনাল ফিড মিল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৪৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭২৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম। লেনদেন হয় মোট ৩ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/জেএস)