logo ১৮ মে ২০২৫
সূচকে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জানুয়ারি, ২০১৫ ১২:৪২:০৫
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস ২৮ জানুয়ারি বুধবার মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৭৫১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১২১ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম। লেনদেন হয়েছে মোট ৩২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রোকেমিক্যাল, সিঅ্যান্ডএ টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, বেঙ্গল উইন্ডসোর, সামিট অ্যালায়েন্স পোর্ট, জিএসপি ফিন্যান্স, আমরা টেকনোলজি, ন্যাশনাল ফিড ও সাইফ পাওয়ার।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৮ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮২৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৫২৫ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম। লেনদেন হয় মোট ২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/জেএস)