logo ১৪ মে ২০২৫
চেয়ারে বসে নামাজ, অবস্থান পাল্টালো ইফাবা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুন, ২০১৫ ১৯:২১:৫০
image

ঢাকা: ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুফতি মো. আব্দুল্লাহর গবেষণার বিষয় উল্লেখ করে বলা হয়েছিল মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় জায়েজ নয়। এ ফতোয়া দেয়ার পর দেশের আলেম-ওলামাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ায় অবস্থান বদল করেছে ইফাবা। প্রতিষ্ঠানটি দাবি করেছে ওই ফতোয়া ফাউন্ডেশনের নয়। এটি মুফতি আবদুল্লাহর ব্যক্তিগত মত। এ বিষয়ে ১১ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে ইফার পক্ষ থেকে।


মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পত্রিকায় মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া বা না পড়ার বিষয়ে যে ফতোয়া প্রকাশিত হয়েছে তা ইসলামিক ফাউন্ডেশনের বক্তব্য নয়। এটা হয়তো তার ব্যক্তিগত (মুফতি আবদুল্লাহ) মতামত। এ বিষযে ব্যাপক পর্যালোচনা ও সঠিক সিদ্ধান্তের জন্য দেশের প্রখ্যাত ও বিজ্ঞ আলেম, মুফতি, মুফাসসির ও মুহাদ্দিসদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সভায় অনুমোদিত হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর অতি শিগগির তা জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে দেশবাসীকে অবহিত করা হবে।


(ঢাকাটাইমস/২জুন/এইচআর/জেবি)