চেয়ারে বসে নামাজ জায়েজ নেই: ইফাবার ফতোয়া
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মে, ২০১৫ ১৮:১১:২৮
ঢাকা: চেয়ারে বসে ফরজ, ওয়াজিব এবং মুয়াক্কাদা নামাজ আদায়ের কোনো বৈধতা নেই বলে ফতোয়া দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের ফতোয়ায় বলা হয়েছে, যেখানে অসুস্থ ব্যক্তির জন্য খোদ শরিয়া আইনে অনেকগুলো বিকল্প বলে দেয়া হয়েছে, সেখানে সেসব বাদ দিয়ে অন্য বিকল্প অর্থাৎ চেয়ারে বসে নামাজ আদায়ের বৈধতা দেয়ার অবকাশ থাকে না।
ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের এ ফতোয়ায় বলা হয়েছে, অসুস্থ বা ওযর অবস্থায় নামাজ আদায়ের শরিয়তসম্মত বিবরণ আকর গ্রন্থাদিতে পাওয়া যায়। তাতে তিনটি অবস্থানের কথা বলা হয়েছে- দাঁড়িয়ে, বসে এবং শায়িত অবস্থায়।
(ঢাকাটাইমস/৩১মে/জেবি)